আবদুল হাই, বাঁকুড়াঃ ৩০ শে অক্টোবর আচমকা বাড়ির উঠানে পড়ে গিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্ৰামের ভৈরব বাগদীর পায়ের গোড়ালি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় । ভূমিহীন ভৈরব বাগদীর পরিবারের আয় বলতে তেমন কিছু নেই। একদিন না লোকের বাড়িতে কাজ না করলে সংসার চলে না। অসহায় ভৈরব বাগদীর বাড়িতে অর্থ নেই আছে স্বাস্থ্য সাথী কার্ড।স্বাস্থ্য সাথী কার্ড এর সাহায্যে পায়ের চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে এল পরিবারের একমাত্র উপার্জনকারী ভৈরব বাগদী। ভৈরব বাগদী আমাদের ক্যামেরায় মুখোমুখি হয়ে বলেন, আচমকা বাড়ির উঠানে পড়ে গিয়ে আমার পায়ের গোড়ালি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।আজ যদি স্বাস্থ্য সাথী কার্ড না থাকতো হয়তো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারতাম না।এর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।
Home রাজ্য দক্ষিণ বাংলা গরীবের বন্ধু স্বাস্থ্য সাথী কার্ডে পায়ের চিকিৎসা করিয়ে বাড়ি ফিরল ভৈরব বাগদী।