জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রকমারী জিনিস নিয়ে হাজির এই রাস মেলাতে।বসেছে শিশুদের মনোরঞ্জন করার নানা রকমের খেলার জিনিস।
পোড়াপাড়া রাস মেলা উৎসব শুরুর দ্বিতীয়দিনে মানুষের সমাগম ছিল যথেষ্ট ই ভালো।এইদিন সন্ধ্যা থেকেই মানুষের ভিড় শুরু হয়।বাইরের গেটে করা হয়েছে জমজমাট লাইটিং।পুরনো রীতি মেনেই মেলাতে রয়েছে রাস চক্র।যা এই মেলার বৈশিষ্ট্য।রয়েছে কালি থেকে আর নানা দেবদেবীর মূর্তি।মূলত সেই ঠাকুরের দংশন করতে শহর থেকে এখানে ভিড় করে।বাইরে বসেছে বিভিন্ন খাবারের দোকান।সব মিলি জয় জমাট পোড়াপাড়ার রাস উৎসব।এই বিষয়ে পোড়াপাড়া রাস উৎসব কমিটির সম্পাদক গৌতম রায় বলেন, মেলা ও উৎসব সাতদিন চলবে।তাই জলপাইগুড়ি বাসী এই মেলাতে এসে আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।