জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও স্ক্রাবটাইফাস নিয়ে উদ্বেগ বাড়ছে।

0
219

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও স্ক্রাবটাইফাস নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় স্ক্রাবটাইফাসে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। জলপাইগুড়ি শহরের রায়কত পাড়ার এক গৃহবধূ স্ক্রাবটাইফাসে আক্রান্ত হয়ে শহরের রাজবাড়ি পাড়ার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। ওই নার্সিংহোমে আরও দু’জন স্ক্রাবটাইফাসের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন বলে নার্সিংহোম সূত্রের খবর। সন্দেহজনক ওই দুই জনের নমুনা পরীক্ষা করতে জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজিতে পাঠানো হয়েছে বলে নার্সিংহোম সূত্রের খবর। যদিও এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন। অসীম হালদার বলেন ” স্ক্রাবটাইফাসে শহরের একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বাড়িতে পতঙ্গবিদকে পাঠানো হয়েছে ।” অন্যদিকে, জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২১ জন । মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, “জেলার ডেঙ্গি পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে । ” রাজ্য থেকে কোনও বিশেষজ্ঞ দল আসছেন কিনা এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে কোনও খবর নেই বলে জানিয়েছেন তিনি।