জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি জেলায় সি আই টি ইউ,সারা ভারত কৃষকভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, গণসংগঠন সমূহের ডাকে গ্রামীণ এলাকার খেটে খাওয়া মানুষদের নিয়ে পদযাত্রা শুরু হল।বাঁচার মতো মজুরির দাবিতে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে ,স্বচ্ছ পঞ্চায়েত গড়তে,দূর্নীতিমুক্ত বাংলা গড়তে, শিক্ষার দাবিতে, সব বেকারের কাজের দাবিতে
১০০ দিনের কাজ চালু করতে, বকেয়া মজুরি প্রদানের দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোপা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুড়ি কামিনী প্রাথমিক বিদ্যালয় এর মাঠ থেকে ধানি জমি, ছোট চা বাগান, সবজি ক্ষেতকে পাশে রেখে গ্রামের পথ ধরে চারটি বুথ এলাকা ঘুরে প্রায় ১২ কিলোমিটার পথ হেঁটে মাঝাবাড়ি হয়ে বেলাকোবা গ্রামীণ হাসপাতালের সামনে দিয়ে সারিয়াম প্রাথমিক বিদ্যালয় এর মাঠের শেষ হয়। পদযাত্রার শুরুতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বর্ষীয়ান কৃষক নেতা জিতেন দাস, তপন গাঙ্গুলী, সুভাষ দেব, অসংগঠিত শ্রমিক আন্দোলনের নেতা কৃষ্ণ সেন, মহিলা নেতৃত্ব কবিতা রায়, গৌরী অধিকারী, খেতমজুর আন্দোলনের নেতৃত্ব এনামুল হক সহ, যুবনেতা চরণ সিং রায় সহ শতাধিক শ্রমিক কৃষক ক্ষেতমজুর।
Home রাজ্য উত্তর বাংলা জলপাইগুড়ি জেলায় সি আই টি ইউ,সারা ভারত কৃষকভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন,...