সুদীপ সেন, বাঁকুড়া:- নির্বাচন কমিশনের নির্দেশ মতো স্পেশাল সামারী রিভিশন ,২০২৩ এর এর সম্পর্কে জনসাধারণ কে সচেতনতার বার্তা দিতে বুধ বার বাঁকুড়া জেলার ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করা হয়।
মূলত বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে।
০৯ নভেম্বর ,২০২২ থেকে ০৮ ই ডিসেম্বর ,২০২২ পর্যন্ত ভোটার লিস্টে নাম সংশোধন, বিয়োজন, নতুন নাম অন্তর্ভুক্তির কাজ চলবে।
এছাড়াও ৬ বি ফর্ম ফিলাপ করে ভোটার কার্ড ও আধার কার্ডের সংযুক্তি করা যাবে।
এর সাথে চলবে ভুল সংশোধনের কাজ।
১৮ বছর পূর্ণ হওয়া সমস্ত ব্যক্তি রা স্থানীয় বি, এল, ও দের সাথে যোগাযোগ করে ৬ নম্বর ফর্ম ফিলাপ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে।
এই সচেতনতামূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকার, নির্বাচনের ভারপ্রাপ্ত আধিকারিক বিথুন সামন্ত এবং ব্লকের অন্যান্য আধিকারিক ও কর্মী বৃন্দ।