নিজস্ব সংবাদদাতা, মালদা- সরকারি নির্দেশ মেনে শিশুর ওজন করানোর কথা বললে মারধর করা হলো অঙ্গনওবাড়ি কর্মীকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক শিশুর ওজন না করাতে দেওয়া নিয়ে বচসার জেরে ওই শিশুর পরিবারের হাতে আক্রান্ত এক অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁর বাড়িতে গিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার প্রায় রাত ৯ টা নাগাদ ওই কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জখম কর্মীর নাম শিবানী প্রামানিক(৪৭)। মোথাবাড়ি থানার লক্ষ্মীপুর এলাকায় বাড়ি তাঁর। লক্ষ্মীপুর কালী মন্দির সংলগ্ন এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী জানান সরকারি নির্দেশ রয়েছে, প্রতি মাসে শিশুদের ওজন করানোর রিপোর্ট পাঠাতে হয় সংশ্লিষ্ট জেলা দপ্তরে। কিন্তু এক শিশুর ওজন করাতে দিতে চান নি তার পরিবার।ওই পরিবারে লোকেদের বলাহয় সরকারি নির্দেশ রয়েছে শিশুর ওজন করতে হবে। তার পরেও ওজন করানো অপরাধে মারধর করে ওই শিশুর পরিবারের সদস্যরা। অভিযুক্তরা হলেন প্রসেনজিৎ মণ্ডল, শ্রীদেবী মণ্ডল ও রুপালী মণ্ডল।