কেশপুরে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন।

0
282

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের একটি বেসরকারি আবাসনে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির কেশপুর শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়, এই বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ বাজার, এই দিন এই সম্মেলন থেকে তাদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরা হয়। পাশাপাশি আগামী দিনে যাতে এলাকার ধান চাষিরা তাদের ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করা হয়।