ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া মোথাবাড়ি এলাকায় এদিন শৌচাগারের পাচির ভেঙে মৃত্যু হল এক ছাত্রের।

0
246

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া মোথাবাড়ি এলাকায় এদিন শৌচাগারের পাচির ভেঙে মৃত্যু হল এক ছাত্রের। স্কুলের শৌচালয়ের পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। এই ঘটনায় একাদশ শ্রেণির আরও এক ছাত্র গুরুতর জখম হয়েছে। অন্যান্য ছাত্ররা তাদের দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় বাঙ্গিটোলা হাসপাতালে। সেইখানে দুইজনের অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক এদিন বিকেল চারটা নাগাদ তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। ও একজনের চিকিৎসা চলছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ।বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা হাইস্কুলে। স্কুলের শৌচালয়ের মধ্যে দুর্ঘটনায় একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুতে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। মৃত ও আহত ছাত্রকে দেখতে মেডিকেল কলেজে ছুটে আসেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক – শিক্ষিকারা। পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে মৃত ও আহতের পরিবার।
পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত ছাত্রের নাম জিসান শেখ (১৭) । তার বাড়ি বাঙ্গিটোলা ফিল্ড এলাকায়। আহত ছাত্রের নাম জিসান মোমিন (১৭)। তার বাড়ি জোতঅনন্তপুর এলাকায়। দুজনেই একাদশ শ্রেণীতে পাঠরত।