পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সভার এক দিনের মধ্যে আম আদমি পার্টির পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে।পোস্টারিং ঘিরে চড়ছে রাজনীতির পারদ।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগে তপ্ত বঙ্গের রাজনীতি।এর মাঝেই আম আদমি পার্টির পোস্টারে চাঞ্চল্য ছড়াল কেশিয়াড়িতে।দিলীপ ঘোষের সভার এক দিনের মধ্যেই পোস্টার পড়ল কেশিয়াড়ি জুড়ে।আম আদমি পার্টি র পোস্টারকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ।
প্রসঙ্গত গত মঙ্গলবার কেশিয়ারির নছিপুরে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সেই সভার একদিন না একদিন কাটতেই নছিপুর, কুকাই, কেশিয়ারি সহ একাধিক জায়গায় পোস্টার পড়ল আম আদমি পার্টির।আম আদমি পার্টির এই পোস্টারিং ঘিরে একে অপরকে দুষলেন বিজেপি ও তৃণমূল।বিজেপির অভিযোগ, কেশিয়ারি ব্লকে দ্বিধাবিভক্ত তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি অশোক রাউত সহ তার অনুগামী রা এই পোস্টার চিটিয়েছে।
যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে তৃণমূলের দাবি, মঙ্গলবার দিলীপ ঘোষের সভায় যারা ডাক পাননি সেই সকল বিক্ষুব্ধ বিজেপি আম আদমির ব্যানারে রাতের অন্ধকারে পোস্টার দিয়েছে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন।আর তার আগেই কেশিয়ারির বুকে এই পোস্টারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।