পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কমিউনিটি হলে তৃণমূলের কিষান ক্ষেতমজুর সেলের ডাকে কর্মী সভার আয়োজন করা হয়,এই কর্মী সবাই উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, এছাড়াও উপস্থিত শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, ব্লক কৃষাণ ক্ষেতমজুর সেলের জেলা সাধারণ সম্পাদক সনৎ মাহাতো সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ, এই দিন এই সভা থেকে আগামী পঞ্চায়েত ভোটে সমস্ত শাখা সংগঠনকে এক জোট হয়ে রাজনৈতিক লড়াইয়ের করার ডাক দেওয়া হয়। এছাড়াও কেন্দ্রের ১০০ দিনের কাজের বকেয়া এবং চাষের মরসুমে রাসায়নিক সার এর মূল্য হ্রাস ও যোগান বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন এর সমস্ত কৃষক সমাজকে রাস্তায় নেমে আন্দোলন এর ডাক দেওয়া হয় আজকের সম্মেলন থেকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কমিউনিটি হলে তৃণমূলের কিষান ক্ষেতমজুর সেলের ডাকে কর্মী...