নন্দীগ্রামে তৃণমূলের অন্তদ্বন্দ্ব,কুনাল ঘোষের সামনেই চলে বিক্ষোভ।

0
228

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ কমিটির স্মরণ সভায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে, কুনাল ঘোষের সামনেই বিক্ষোভ তৃণমূলের একাংশের, সূত্রে জানা গিয়েছে তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান পীযূষ ভূঞ্যা কে কেন স্টেজে তোলা হয়নি,সেখানে শেখ সুফিয়ান কে কেন তোলা হয়েছে! তাই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের একাংশের বিক্ষোভ,সুফিয়ান কে স্টেজ থেকে নামাতে হবে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ, জানা গিয়েছে পীযুষ ভূঁইয়ার গোষ্ঠীর লোকেরাই এই বিক্ষোভে সামিল হয়েছে। কুনাল ঘোষ স্টেজ থেকে সামাল দেওয়ার চেষ্টা করেন প্রাথমিকভাবে। পরে বেসামাল দেখে কুনাল স্টেজ থেকে বলতে থাকেন যারা আপনারা এখানে এসে গন্ডগোল পাকাচ্ছেন তারা বিজেপির লোক। আপনারা পরিকল্পিতভাবে এখানে গন্ডগোল পাকাতে এসেছেন।