রাষ্ট্রপতিকে অপমান করার প্রতিবাদের বিজেপির বিক্ষোভ মিছিল বিজেপি।

0
362

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে প্রকাশ্য সভায় মন্তব্য করার অভিযোগে অবিলম্বে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির পদত্যাগ দাবি করেছে বঙ্গ বিজেপি। শুক্রবার নন্দীগ্রামে অখিলের ওই মন্তব্যের পর শনিবার বিকেলে কোচবিহার জেলা বিজেপির তরফে বিক্ষোভ মিছিল হয়। এদিন ওই মিছিল কোচবিহার জেলা সদর দপ্তর থেকে বের হয়। সেই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়,ফালাকাটা বিধানসভার বিজেপি বিধায়ক দীপক বর্মন,কোচবিহার দক্ষিণ বিধানসভায় বিধায়ক নিখিল রঞ্জন দে,বিরাজ বোস,মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ আরও অনেকে।

তাঁদের দাবি, রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি। তাই অবিলম্বে তাঁকে মন্ত্রীপদ থেকে বহিষ্কার করা উচিত, বিধায়ক পদও খারিজ করে দেওয়া উচিত। পাশাপাশি এফআইআর করে গ্রেফতার করা উচিত অখিল গিরিকে। এতে বাংলা তথা দেশের মহিলাদের সম্মান নষ্ট হয়েছে বলে দাবি বিজেপি।