সৌদি আরবে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত শ্রমিকের দেহ দুই মাস পর মালদার গ্রামের বাড়িতে কফিনবন্দি অবস্থায় ফিরলো।

0
2078

নিজস্ব সংবাদদাতা, মালদা , ১২ নভেম্বরঃ- সৌদি আরবে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত শ্রমিকের দেহ দুই মাস পর মালদার গ্রামের বাড়িতে কফিনবন্দি অবস্থায় ফিরলো। শনিবার সকালে ওই শ্রমিকের মৃতদেহটি ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। এই ঘটনায় মৃতের পরিবার শ্রমিক সরবরাহকারী এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম ফরিদ শেখ (৩৫)। পরিবারে তার স্ত্রী এবং দুই কোলের ছেলেমেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনশীল ফরিদ শেখের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। তবে মৃতদেহ সৌদি আরব থেকে ফেরত পাওয়া নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল বলে জানিয়েছে পরিবারের লোকেরা।
মৃতের এক দাদা কায়েম শেখ জানিয়েছেন, দুই মাস আগে সৌদি আরবে ইলেকট্রিকের কাজ করার জন্য গিয়েছিলেন তার ভাই ফরিদ শেখ । সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তার ভাইয়ের। যে ঠিকাদারি সংস্থার মাধ্যমে তার ভাই সৌদি আরবে গিয়েছিল তাদের কাছে মৃত শ্রমিকের সন্তানদের জন্য আর্থিক সাহায্য পাওয়ার জন্য বহুবার আবেদন জানানো হয়েছিল। কিন্তু কোনভাবেই মানে নি। এই পরিস্থিতিতে অনেক টালবাহানার পর অবশেষে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীর সঙ্গে ও আলোচনা করেছে।তার উদ্যোগে দুই মাস পর ভাইয়ের মৃতদেহ ফিরে এসেছে মিল্কি গ্রামে। যদিও এই ঘটনার পিছনে শ্রমিক সরবরাহকারী মালদার এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেছেন মৃতের পরিবার।
মৃত ফরিদ শেখের এক সহকর্মী জানিয়েছেন, যে কথা বলে আমাদের সৌদি আরবে পাঠানো হয়েছিল , তার থেকে অনেক গুণ বেশি কাজ করানো হতো । সৌদিতে শ্রমিকেরা অনেক স্বপ্ন নিয়ে রোজগার করতে যায়।
এদিকে এদিন মিলকি গ্রামে ফরিদ শেখের কফিনবন্দি মৃতদেহ ফিরতেই ধর্মীয় রীতি মেনে কবরস্থ করা হয়।