সুদীপ সেন, বাঁকুড়া:- একটু প্রশাসনিক নজর পড়লে বাঁকুড়া ও পুরুলিয়া সীমান্তবর্তী গ্রাম বিনোদ পুরের চাঁদ ঝিল হতে পারতো একটা ভালো পর্যটন কেন্দ্র, এই গ্রাম শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত।
চারপাশে ঘনো সবুজ বনানী, ছোটো ছোটো সবুজে ঘেরা টিলা তার মাঝে একটা ছোট্ট ঝিল।
কি অপরূপ এর সৌন্দর্য্য, ভাষায় প্রকাশ করা যায় না।
২০০২_ ০৩ সালে এই ঝিলের একবার সংস্কার হয়।
তৎকালীন জেলা শাসকের এই ঝিল ছিল ড্রিম প্রজেক্ট।
কিন্তু অজানা এক দুর্ভেদ্য কারণে এর দুর্গম রাস্তাও সংস্কার হয়নি।
এলাকার আপামর জনসাধারণ চাইছেন এই ঝিলের ও রাস্তার সংস্কার হোক।
এই ঝিল কে কেন্দ্র করে গড়ে ওঠার প্রবল সম্ভবনা আছে একটি সুন্দর পর্যটন কেন্দ্রের।