পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– দুই শ্রমিক সাপ্লাই এজেন্সির ঝামেলার জেরে হলদিয়া বন্দরের ১৩ নম্বর বার্থে বন্ধ জাহাজের পন্য খালাসের কাজ। শনিবার বিকেল থেকে বন্ধ হয়ে রয়েছে পণ্য খালাসের কাজ। ফলে বন্দরেই দাঁড়িয়ে রয়েছে জাহাজ। লক্ষ্য লক্ষ্য টাকা ক্ষতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। অভিযোগ হলদিয়া বন্দরের ১৩ নম্বর বার্থে জাহাজের পণ্য খালাসের কাজ পেয়েছিল টাটাদের একটি সংস্থা। পণ্যবাহী জাহাজ বন্দরে প্রবেশ করলে অন্য একটি সংস্থা পণ্য খালাসের কাজ জোর করে দখল নেওয়ার চেষ্টা করে। যার জেরে দুই সংস্থার মধ্যে চরম ঝামেলা শুরু হয়। ফলে বন্ধ হয়ে যায় ওই বার্থে পণ্য খালাসের কাজ। গতকাল বিকেল চারটার পর থেকে প্রায় ন ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো সমাধান মেলেনি। ফলে লক্ষ্য লক্ষ্য টাকা লোকসানের সম্মুখীন হওয়ার আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। চরম চিন্তায় রয়েছে বন্দর কর্তৃপক্ষ। দুই সংস্থার কয়েক শ্রমিক জমায়েত হয়ে রয়েছে ১৩ নং নম্বর বার্থের সামনে। এই সমস্যা কতক্ষণে মিটবে তা নিয়ে এখনও পর্যন্ত ধোয়াশায় রয়েছে বন্দর কর্তৃপক্ষ।
তবে হলদিয়া বন্দরের পণ্য খালাসের কাজ বন্ধ করার ঘটনা নতুন নয় ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বারবার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বন্দর কর্তৃপক্ষকে। কার্যত হলদিয়া বন্দর থেকে এ.বি.জে সংস্থা চলে যাওয়ার পর থেকে ধাপে ধাপে এজেন্সি ঝামেলার সেই ট্র্যাডিশন এখনও রয়েছে হলদিয়া বন্দরে তবে এই ঝামেলা না মিটলে বন্দর কর্তৃপক্ষ বারবার যে লোকসানের সম্মুখীন হবেই সেটা সুস্পষ্ট। দুই এজেন্সি ঝামেলা কতক্ষণে মিটবে ? দ্রুত বন্দরের কাজ চালু করা কতক্ষণে সম্ভব হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা মেলেনি এজেন্সিতে কাছ থেকে।
Home রাজ্য উত্তর বাংলা দুই শ্রমিক সাপ্লাই এজেন্সির ঝামেলার জেরে হলদিয়া বন্দরের ১৩ নম্বর বার্থে বন্ধ...