নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির আন্দোলনের জন্যই নদীয়া জেলা ভাগ স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী।প্রতিক্রিয়া রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক তথা বিজেপি জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের। তিনি বলেন জেলা ভাগের কোন যুক্তি নেই তাই জন্যই আমরা প্রতিবাদ করেছিলাম। আর এই প্রতিবাদের জন্যই রানাঘাটে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করতে বাধ্য হলেন এখনই নদীয়া জেলা ভাগ হচ্ছে না।
এবিষয়ে বিজেপি বিধায়ক বলেন নদিয়া জেলা আর ভাগও হবেনা। কেননা সরকারি পর্যায়ে সে পরিকাঠামো নেই।