পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– গত ১০ই নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শহিদ মঞ্চ পোড়ানোর ঘটনায় শুভেন্দু অধিকারী সহ মোট একুশ জন বিজেপি নেতার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সীতারাম করন নামে স্থানীয় এক তৃণমূল নেতা। সেই FIR এ প্রথম নাম রয়েছে শুভেন্দু অধিকারীর এবং একুশ নম্বরে নাম রয়েছে পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক মেঘনাথ পালের, গতকাল রাতে নন্দীগ্রাম থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় মেঘনাথ পালের বাড়িতে। ওই সময় মেঘনাথ পাল বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী পুলিশের সঙ্গে কথা বলেন। কী কারণে এত রাতে পুলিশ বাড়িতে ? জিজ্ঞাসা করা হলে সে বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেননি নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ১০ ই নভেম্বর রাতে তৃণমূলের শহিদ স্মরণ সভা মঞ্চ পোড়ানোর ঘটনায়, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা দাবি তুলে ছিলেন দোষীদের কঠোর শাস্তি এবং দ্রুত অ্যারেস্টের। সেই ঘটনায় একটি FIR দায়ের হয় নন্দীগ্রাম থানায় সেই FIR এর ভিত্তিতেই তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ ।যেহেতু মেঘনাথ পালের নাম উয়েফার কপিতে রয়েছে সে ক্ষেত্রেই তারা গতকাল রাতে মেঘনাথ পালের বাড়ি গিয়েছিল। যদিও এবিষয়ে নন্দীগ্রাম বিজেপির পক্ষ থেকে বলা হয় তৃণমূলের মঞ্চ পোড়ানোর ক্ষেত্রে তারা কোনোভাবেই যুক্ত নয় নিজেরাই মঞ্চ পুড়িয়ে বিজেপির নেতাদের নামে অভিযোগ করে তাদেরকে পুলিশি হ্যারেসমেন্ট দেওয়ার চেষ্টা করছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা নন্দীগ্রামে শহিদ মঞ্চ পোড়ানোর ঘটনায় শুভেন্দু অধিকারী সহ মোট একুশ জন বিজেপি...