সুপ্রকাশ গিরির বিরুদ্ধে কাঁথির ছাত্র ভর্তির দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী সহ অভিষেকে চিঠি করল অভিভাবকদের একাংশ।

0
217

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রপতিকে কু মন্তব্যের জেরে মন্ত্রী অখিল গিরিকে নিয়ে যখন তোলপাড় সারাদেশ ঠিক তখনই তার ছেলে সুপ্রকাশ গিরির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির প্রভাত কুমারী কলেজে ছাত্র ভর্তির দুর্নীতির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি করল অভিভাবকদের একাংশ। বাবার কুমন্তব্য এবং ছেলের কলেজ দুর্নীতি দুই এর সমন্বয়ে কার্যত কোণঠাসা গিরি পরিবার। পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রভাতকুমার কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তির বিনিময়ে ব্যাপক পরিমাণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, ওই কলেজ পরিচালন কমিটির সভাপতি সুপ্রকাশ গিরির বিরুদ্ধে। সুপ্রকাশ গিরি অখিল গিরির ছেলে এবং কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি। অভিযোগ কলেজ পরিচালন কমিটির সভাপতি প্রকাশ গিরি চিরকুটের স্বাক্ষরের মাধ্যমে মেরিট লিস্ট ছাড়া কলেজ ছাত্র ছাত্রীদের নামের লিস্ট পাঠিয়েছেন এবং তারা ওই কলেজে ভর্তি ও হয়েছেন টাকার বিনিময়। কলেজে ভর্তি প্রক্রিয়াতে বহু টাকার লেনদেনও হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই মর্মে কাঁথির বেশকিছু বাসিন্দা সুপ্রকাশ গিরি বিরুদ্ধে একটি লিখিত অভিযোগপত্র ইতিমধ্যেই পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি মন্ত্রিপুত্র সুপ্রকাশ গিরির। গত ১১ই নভেম্বর থেকে রাষ্ট্রপতির প্রতি কু মন্তব্যের জেরে এমনিতেই সারা দেশের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মন্ত্রী অখিল গিরি। তার মধ্যেই আবারও সুপ্রকাশ গিরির এই দুর্নীতির অভিযোগ সামনে আসায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছে কাঁথির গিরি পরিবার।