আবদুল হাই, বাঁকুড়াঃ “টিম নিঃস্বার্থ” এর এই বছরের সব থেকে বড়ো পরিকল্পনা হল থ্যালাসেমিয়া মুক্ত রানীবাঁধ। এই উদ্দ্যেশ্যে আজ বাঁকুড়া জেলার রাণীবাঁধ গার্লস হাই স্কুলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটের তত্বাবধানে নির্ণায়ক ক্যাম্পটি করা হয়। ১২ মাসে অন্তত ১২ টা ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন টিম নিঃস্বার্থ এর সম্পাদক বাপি খান। আজ মোট ১২০ জন ছাত্রীর রক্ত সংগ্রহ করা হয়। বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জু মণ্ডল ও সভাপতি ভবতারণ সরেন উপস্থিত থেকে “টিম নিঃস্বার্থ” এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।