পৌরসভার উদ্যোগে শিশু বিদ্যাপীঠে শিশু দিবস পালন।

0
361

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সারা দেশে ১৪ নভেম্বর পালিত হয় শিশু দিবস। একইদিনে জন্মছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু। প্রথম দিকে কয়েক বছর ২০ নভেম্বর পালিত হত এই দিনটি। দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। নেহেরুর জন্ম ১৮৮৯ সালের ১৪ নভেম্বর। দেশের স্বাধীনতা আন্দোলনেও তাঁর যথেষ্ট ভূমিকা ছিল। রাজনৈতিক পরিচয় ছাড়াও বাচ্চাদের প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯৬৪ সাল‌ পর্যন্ত সারা দেশে ২০ নভেম্বর শিশু দিবস পালন করা হত। তারিখটি ঠিক করা হয়েছিল জাতিসংঘের তারিখ অনুযায়ী। তবে নেহেরুর মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানাতে তারিখ পরিবর্তন করে ১৪ তারিখ শিশু দিবস পালিত হয় সারা বিশ্বে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শিশু বিদ্যাপীঠে স্কুলে কচিকাঁচাদের নিয়ে শিশু দিবস পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী সহ শিশু বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা ও পৌরসভার কর্মীরা। এদিন উপস্থিত অতিথিরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর জীবন আলেখ্য তুলে ধরেন। সবশেষে পৌরসভার পক্ষ থেকে কচিকাঁচাদের চকলেট ও কেক তুলে দেওয়া হয়।