বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত হলো পুনর্মিলন উৎসব।

0
402

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: প্রাক্তনছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত হলো পুনর্মিলন উৎসব। এদিন কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠান ১৯৭২ সালের উচ্চ মাধ্যমিক ছাত্রদের উদ্যোগে হয়। আজ ওই স্কুলের বর্তমান ছাত্র ও স্কুলের শিক্ষকরা সেখানে অংশ গ্রহণ করেন। সেখানে পুনর্মিলনের পাশাপাশি ভুরি ভোজের আয়োজন করা হয়। এদিন সেখানে প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন সরোজ চক্রবর্তী,দেব ব্রত ধর,পরিতোষ চক্রবর্তী, সঞ্জয় সোম, শঙ্কর কুমার সরকার, কার্তিক দাস, গৌরী শঙ্কর ভট্টাচার্য্য , প্রদ্যুৎ পাল সহ স্কুলের শিক্ষক ও বর্তমান ছাত্ররা।

জানা গেছে, ১৯৭২ সালের উচ্চ মাধ্যমিক ছাত্ররা এই পুনর্মিলনের আয়োজন করেন। সেই সময় মোট ২৫ জন ছাত্র ছিল। তারা অনেকে আজ এই পৃথিবীতে নেই। বাকি সবাই কোথাও না কোথাও কর্মযুক্ত ছিলেন। তারা ২০১৭ সালে এই গ্রুপ তৈরি করেছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দেওয়া হয় বিবেকানন্দ (এইচ এস)। সেই ১৯৭২ সালে কলাবিভাগ ও বিজ্ঞানবিভাগ ছাত্ররা ছিল। আজ সেই অনুষ্ঠানে মাত্র ১৮ জন উপস্থিত ছিল। তারপর তাদের নিয়ে স্কুলের বর্তমান শিক্ষক ও ছাত্রদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।