জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ মেটেলি ব্লকের টিলাবাড়ি চা বাগানে গ্রীন জলপাইগুড়ি-র পক্ষ থেকে “”বিনে পয়সায় বাজার “‘ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
“”বিনে পয়সায় বাজার”‘ থেকে চা বাগানের শ্রমিক পরিবারের পাঁচ শতাধিক শিশুরা বিনামূল্যে খাদ্য সামগ্রী,শিক্ষা সামগ্রী,খেলনা, সাজগোজ করার সামগ্রী বিনামূল্যেই ক্রয় করার সুযোগ পেয়েছেন।
গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান,গ্রীন জলপাইগুড়ি-র পক্ষ থেকে ইতিপূর্বে,বিনামূল্যে সবজি বাজার, বিনামূল্যে খেলনা বাজার, ছোট্ট পরিসরে “”বিনে পয়সায় বাজার”” বসানোর সাফল্যে,আজ পুনরায় বৃহত্তর আকারে “”বিনে পয়সায় বাজার”” বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।।এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।
বেলা দুইটা থেকে অনুষ্ঠিত এই “”বিনে পয়সায় বাজার “” বিকাল 05 টা পর্যন্ত খোলা ছিলো।
উক্ত অনুষ্ঠানের জন্য অর্থ সাহায্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রীন জলপাইগুড়ি-র সদস্য Shramona Ghosh, (Eye Foundation) ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মাননীয় উৎপল গুহ বিশ্বাস দাদা(মালদা)।।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন জলপাইগুড়ি সভাপতি মজিদ আলম,সহ সভাপতি অমৃত ঘোষ, সম্পাদক অংকুর দাস,সহ সম্পাদক মাসুদা পারভীন, উপদেষ্টা মন্ডলীর সদস্য উৎপল গুহ বিশ্বাস, হিসাব রক্ষক চঞ্চলা জোয়ারদার,সদস্য সুরভী দাস,ইতি কর,লিলি সরকার, প্রভাত জোয়ারদার, বিনোদ আগরওয়াল, পাপিয়া দাস, পাপিয়া দাস(2),অংকনা দাস,সৌরভ পাল, পরিতোষ সরকার, তরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম,আমীর হোসেন সহ অন্যান্যরা।
Home রাজ্য উত্তর বাংলা বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ মেটেলি ব্লকের টিলাবাড়ি চা বাগানে গ্রীন জলপাইগুড়ি-র...