জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ৬৯ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ শুরু হল সোমবার। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়িতে। শহরের টেম্পল স্ট্রিটে অবস্থিত সমবায় ইউনিয়নের কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য গিয়ে শুরু হয় অনুষ্ঠান।
পতাকা উত্তোলন করেন এসজেডিএ চেয়ারম্যান তথা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি জানান, জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্ক ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তেও নানা অনুষ্ঠান করা হচ্ছে। সমবায়ের বিভিন্ন ভূমিকা কি তা নিয়ে আলোচনা করেন বক্তারা। সমবায়ের মাধ্যমে আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার ও সচেতনতা চালানো হবে। পাশাপাশি মানুষের আয় বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় সমিতি ও জেলা কো-অপারাটিভ ইউনিয়নের আধিকারিকরা। সমবায় সপ্তাহ উপলক্ষে এদিন জলপাইগুড়ি শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।