পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে প্রায় ১৭ বছর পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মধ্যপ্রদেশের পানোয়ার থানার বছর ৬৫ রাজেন্দ্র কোল। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা পুলিশ ফাঁড়ির মধ্যস্থতায় তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো মানসিক ভারসাম্যহীন রাজেন্দ্রকে। প্রসঙ্গত গত তেসরা নভেম্বর ঘুরতে ঘুরতে রাজেন্দ্র কোল পিডাকাটা এলাকায় পৌঁছে যান। পিড়াকাটা এলাকার এক যুবক ডেভিড ইমানুয়েল রাজেন্দ্র কল কে পিড়াকাটা এলাকায় ইতস্তত ঘুরতে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। ডেভিড জানতে পারেন ওই ব্যক্তি ভিন রাজ্যের বাসিন্দা, বহু বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়েছেন। এরপরই ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে গিয়ে তার সঙ্গে যোগাযোগ হয় হাম রেডিওর সঙ্গে। এরপর ডেভিড যে সংস্থার সঙ্গে যুক্ত, সেই অনিরুদ্ধ ফাউন্ডেশনের সহযোগিতায় হাম রেডিওর সদস্যদের মাধ্যমে রাজেন্দ্র কোলকে তার পরিবার পরিজনদের হাতে ফিরিয়ে দেন। রাজেন্দ্রর পরিবারের লোকেরা রাজেন্দ্রকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা অবশেষে প্রায় ১৭ বছর পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মধ্যপ্রদেশের পানোয়ার থানার...