আবারো বিস্ফোরক মন্তব্য বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের।

0
288

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে মাঠে নেমে পড়েছে রাজ্যের সবকটি রাজনৈতিক দল। এরই মধ্যে ভোটার কার্ডে নাম তোলা এবং সংযোজনের কাজ শুরু হয়েছে। দিকে দিকে করা হচ্ছে
এজেন্টদের নিয়ে সভা। সেই রকমই বর্ধমান দক্ষিণ বিধানসভার বুথ লেভেল এজেন্ট ও ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বর্ধমানের টাউন হলে। যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নতুন লোক আসছে নতুন লোক মানে বুঝতেই পারছেন ঐ ওপার বাংলা থেকে তারা তো হিন্দু হিন্দু করে বিজেপিকে ভোট টা দিয়ে দেবে এটাতো অস্বীকার করার কোন জায়গা নেই।

নতুন ভোটার তুলবেন কিন্তু যারা আমাদের সাথে আছে তাদের নামই তুলবেন অযথা কষ্ট করার কোন দরকার নেই ১৯ সালের মত যেন না হয় এখন সবাই আমাদের সঙ্গে আছে কিন্তু দলের যখন দুর্দিন নামবে এরাই দেখবেন পালটি মারছে। বিধায়ক খোকন দাস ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের উজ্জ্বল প্রামানিক, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, তৃণমূল কংগ্রেস নেতা অরূপ দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।