এই প্রাপ্তি যেনো একটু আলাদা : কৌশিক শিকদার।

0
148

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এই প্রাপ্তি যেনো একটু আলাদা । সাইন্স কমিউনিকেশন ফোরাম থেকে প্রতিবছর ন্যাশনাল সায়েন্স কংগ্রেস আয়োজন করা হয়। প্রতিটি স্কুল থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করে, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সেই স্কুলের প্রশিক্ষকদেরও এক বিশাল পরিমাণ দায়িত্ব থাকে। গত তিন দশক অর্থাৎ ৩০ বছর ধরে জলপাইগুড়ি জিলা স্কুলের হয়ে সেই গুরু দায়িত্ব পালন করে চলেছেন জলপাইগুড়ি জেলা স্কুলের সহকারী শিক্ষক কৌশিক শিকদার মহাশয়। প্রতি বছর স্কুলের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রদের নিয়ে তৈরি করেন বিভিন্ন সাইন্স মডেল এবং প্রতিবছর সেসব মডেল স্থান পায় রাজ্য স্তর সহ অন্যান্য উচ্চ স্তরে। তার নিরলস প্রয়াসকে স্বাগত জানাতে science কমিউনিকেশন ফোরামের তরফে তাকে সংবর্ধিত করা হয়। ৩০ বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষক হিসেবে ছাত্রদের সাহায্য করার জন্য এই বিশেষ সম্মান তাকে প্রদান করা হয়।এদিন স্কুলের প্রার্থনা সভায় কৌশিক শিকদার হাতে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক ধর্ম চাঁদ বরুই। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক কৌশিক শিকদার জানান ,”আমি গত ৩০ বছর ধরে ন্যাশনাল সায়েন্স কংগ্রেসের ছাত্রদের প্রশিক্ষক হিসেবে কাজ করছি, আমার এই কাজকে সম্মান জানিয়ে science কমিউনিকেশন ফোরামের তরফে আমাকে সম্বর্ধনা জানানো হচ্ছে এবং একটি স্মারক তুলে দেওয়া হয়েছে। আমি খুব আনন্দিত এবং আমার দেখা দেখি যানি অন্যান তরুণ শিক্ষকেরাও এভাবে এগিয়ে আসে তা আশা করছি।