জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পালিত হল নির্মাণ শ্রমিকদের দাবি দিবস। কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়া আহবানে দেশব্যাপী নির্মাণ শ্রমিকদের মজুরি বৃদ্ধি সামাজিক সুরক্ষা সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে সারাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই দাবি দিবস পালিত হয়। জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ও ধুপগুড়ি ব্লকের শ্রমিকরা তাদের উপর কেন্দ্র ও রাজ্য সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।পাশাপাশি দাবি করেন ১৯৯৬ সালের আইন অনুযায়ী সমস্ত নির্মাণ শ্রমিকের নাম নথিভুক্ত করা এবং ওই নির্মাণ শ্রমিকদের প্রাপ্য সামাজিক সুরক্ষা প্রদানের দাবি করা হয় । সংগঠনের নেতৃত্বরা বলেন যে রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও সেই অর্থ শ্রমিকদের দেওয়া হচ্ছে না। শ্রমিকরা সব ধরনের সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। অথচ সরকারের ঘরে এসেছে টাকা ঢুকছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কল্যাণ পর্ষদের টাকা রাজ্য সরকার বেআইনিভাবে খরচ করছে যা শ্রমিক স্বার্থ বিরোধী ও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধী। মঙ্গলবার রাইকত পাড়া মোড়ে নির্মাণ শ্রমিকরা একত্রিত হয়ে তার তাদের মজুরি বৃদ্ধি কাজের সুযোগ বৃদ্ধি সামাজিক সুরক্ষার দাবি এবং সামাজিক সুরক্ষা জন্য সংগৃহীত অর্থ অন্য খাতে খরচ করা তীব্র বিরোধিতা করেন। এবং এই অর্থ দ্রুত শ্রমিকল্যাণ পর্ষদের ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হয়। সভায় সভাপতিত্ব করেন খইরুল মোহাম্মদ। বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব কৃষ্ণ সেন অমিত দাস সায়ন রায় প্রমুখো। জানান আজ শ্রম দপ্তর বন্ধ থাকার ফলে বুধবার সম দপ্তরের ডেপুটেশন দেওয়া হবে।