ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা : –মঙ্গলবার মমতার বেলপাহাড়ি প্রশাসনিক সভার পর বেলপাহাড়ির একটি আদিবাসী গ্রামে গিয়েছিলেন মমতা। সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। সেই সময়ই রাস্তার ধারের একটি চায়ের দোকান চোখে পড়ে তাঁর। এরপর গাড়ি দাঁড় করিয়ে সেই দোকানের সামনে চলে যান। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। সটান দোকানের ভিতর ঢুকে যান। দোকানে তখন চপ ভাজছিলেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের হাতে চপও বিলি করেন। এরপর সেই চপের দোকানের ব্যক্তির কাছ থেকে জানতে চান যে কোনও সমস্যা আছে কিনা। এমনকী, দোকানের ভিতর কোথায়, কী হচ্ছে, চোখ বুলিয়ে নেন। এদিকে মুখ্যমন্ত্রী রাস্তার পাশের চপের দোকানে এসেছেন এটা জানতে পেরে সেই দোকানের সামনে তখন ভিড় জমে যায়। আর দোকানের সামনে ভিড় শুরু হতেই খবরের কাগজের কেটে রাখা টুকরো হাতে তুলে নেন মমতা। এরপর একের পর এক চপ সাধারণের মধ্যে বিলি করতে শুরু করেন।
ওই দোকানের মালিক বুদ্ধদেব মহন্ত। মুখ্যমন্ত্রী যে তাঁর দোকানে আসবেন তা ভাবতেই পারেননি তিনি। প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি। তারপর মুখ্যমন্ত্রীকে দেখে অবাক হয়ে যান। মুখ্যমন্ত্রীর তাঁর দোকানের এই ঝটিকা সফর প্রসঙ্গে তিনি বলেন, “দারুণ সৌভাগ্য আমাদের। এত মিটিং মিছিলে গিয়েছি, কখনও কাছ থেকে দেখতে পাইনি ওঁকে। তাই এত কাছ থেকে দেখতে পাব, ভাবিইনি। আমার খুবই ভালো লেগেছে।”