রিলায়েন্স ফাউন্ডেশন এর থেকে শস্য চাষীদের নিয়ে একটি সামনাসামনি প্রোগ্রাম।

0
398

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রিলায়েন্স ফাউন্ডেশন ও নদিয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে রানাঘাট-I নম্বর ব্লকের তাহেরপুর গ্রামের সরষে চাষীদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি প্রোগ্রাম এই প্রোগ্রামের বিষয়বস্তু ছিল কি ধরনের চারা নির্বাচিত করবে এবং কিভাবে বসাবে, ও কোন সময় কি সার ব্যবহার করবে এছাড়াও তাদের চাষ পদ্ধতি বিষয় নিয়ে আলোচনা করেন নদীয়া জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের স্যার ডক্টর কৃষ্ণ কিশোর গোস্বামী ও ডক্টর কৌশিক মুখোপাধ্যায় চাষীদের উদ্দেশ্যে বলেন চাষিরা ঠিকমত যদি চাষ করেন তাহলে হলন বৃদ্ধি হবে।

রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয় আগামীতে এই ধরনের সরষে চাষীদের নিয়ে প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করা হবে।