শিশু দিবসের অনুষ্ঠানে মঞ্চে কবিতা পাঠ করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কবি সুভাষচন্দ্র শীলের।

0
544

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ১৪ ই নভেম্বর ২০২২ সোমবার শিশু দিবস উদযাপন অনুষ্ঠান চলছিল দেবীপুর কবি অর্জুন ঘোষের বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত সঞ্চালক সুপ্রিয়া ঘোষ কবিদের মঞ্চে কবিতা পাঠের জন্য আহ্বান করছিলেন। সেই রকমই বেহালার বাসিন্দা কবি সুভাষচন্দ্র শীল কবিতা পাঠের ডাক পেলেন। তিনি প্রথমেই অর্জুন ঘোষকে সম্বোধন করে জানালেন যে এর আগের বার তিনি এই অনুষ্ঠানে এসেছিলেন এবং অর্জুন ঘোষের দ্বারা সংবর্ধিত হয়েছিলেন, এবারেও এসেছেন কিন্তু মন হতাশায় ভুগছে এই কথা জানালেন কারণ তিনি একটি কবিতা দিয়েছিলেন সেটা আদর্শ পত্রিকাতে ছাপা হয়নি। এটা দুঃখের সঙ্গে জানালেন। এরপর কবিতা পাঠ শুরু করলেন কবিতা পাঠও শেষ লগ্নে হঠাৎই তিনি পড়ে যান, সকলে ধরাধরি করেন । কিন্তু আস্তে আস্তে শরীর ছেড়ে দিলেন। সুভাষচন্দ্র শীল কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাড়ি করে। সেখানে মৃত্যু হয় শিশু দিবসের অনুষ্ঠানে মঞ্চে কবিতা পাঠ করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কবি সুভাষচন্দ্র শীলের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কবি সুভাষচন্দ্র শীলের বাড়ি কলকাতার বেহালায়। ঘটনা ঘটেছে দেবীপুরে। অসুস্থ অবস্থায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ১৫ই নভেম্বর তাঁর মৃতদেহ রানাঘাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়না তদন্ত করা হচ্ছে।