নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- বুধবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ঘোড়াতড়িয়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ইন্দু ভূষণ মান্ডি, বিজেপির বুথ সভাপতি পরিতোষ মাহাতো ও সহ সভাপতি শংকর বেরা,বিজেপির যুব মোর্চার বুথ সভাপতি কমল মাহাতো সহ শতাধিক বিজেপির কর্মী বিজেপি দল ছেড়ে তৃনমূল কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে তৃনমূল কংগ্রেসের পতাকা তুলে দেন নয়া গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ ,তৃণমূল যুব কংগ্রেসের নেতা বিশ্বনাথ মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পঞ্চায়েত নির্বাচন এর মুখে বিজেপি দল ছেড়ে পঞ্চায়েত সদস্য,বিজেপির নেতা ও কর্মীরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় নয়াগ্রাম ব্লকে বিজেপি নেতারা চিন্তায় পড়েছে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের নয়াগ্রাম ব্লকের সভাপতি রমেশ রাউৎ বলেন যতই পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসবে ততই বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসের যোগদান করবেন। সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলার উন্নয়ন চাইনি, বাংলার সর্বনাশ চায়। তাই বাংলার উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। যার ফলে বিজেপি পঞ্চায়েত নির্বাচনে নয়াগ্রামে প্রার্থী খুঁজে পাবে না বলে তৃণমূল যুব কংগ্রেসের নেতা বিশ্বনাথ মাহাতো জানান।
Home রাজ্য দক্ষিণ বাংলা নয়াগ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ কয়েক জন নেতা ও শতাধিক কর্মী বিজেপি...