নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর শহরের চরসাড়াগর , বেলঘড়িয়া দু’নম্বর অঞ্চলের গবার চড়া এলাকায় ভাগীরথী তীরবর্তী প্রায় ৪০০ মিটার গঙ্গার পাড় বাঁধানোর প্রাথমিক কাজ শুরু হলো আজ থেকে। জানা যায় পাঁচটি সি এন জি নৌকায় ৫০০০টি বাড়ির বস্তা ফেলে জলের নিচে কাজ শুরু হয়। অতীতেও বেশ কয়েকবার বিভাগীয় দপ্তরের আধিকারিকদের নিয়ে গঙ্গা পরিদর্শন করতে দেখা যায় তাকে। তবে তিনি বলেন নির্বাচনী প্রতিশ্রুতির কথা রাখতে, এবং পরবর্তীতে প্রশাসনিক মিটিংয়েও মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এই গঙ্গা বাধাই প্রসঙ্গে আবেদন জানিয়েছিলেন তিনি। গঙ্গাবক্ষে যে নদী খননের কাজ শুরু হচ্ছে তাও অতীতে রাজ্যের মন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তবে আজকের কাজ প্রসঙ্গে তিনি বলেন এটা প্রাথমিকভাবে কাজ চলছে অতি শীঘ্রই একটি বড় প্রকল্পের কাজ শুরু হবে।
ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষজন, কিছুটা আশ্বস্ত হলেও প্রতীক্ষায় রয়েছেন বড় প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছেন বড় প্রকল্পের দিকে তাকিয়ে। তবে জনপ্রতিনিধি হিসেবে সাংসদ বিধায়ক অতীতে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রেখেছেন বিধায়ক। বিভিন্ন জনসভায় বক্তৃতা করলেও গঙ্গা পাড়ে অথবা, এ বিষয়ে তৎপর হতে দেখেননি তারা, এমনটাই জানালেন আমাদের। তবে বিধায়কের প্রচেষ্টা প্রত্যেকেই প্রত্যক্ষ করছেন বারে বারে।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রাথমিকভাবে হলেও গঙ্গা ভাঙ্গন রোধে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছেন বিধায়ক, কিছুটা হলেও...