নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- খুব বেশি ঘটা করে নয়, একপ্রকার সাধারণ জনতার অজান্তেই জলপাইগুড়ি জেলার মুকুটে জুড়লো আরও একটি পালক, কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে রাজ্যের বেশ কয়েকটি নতুন মেডিকেল কলেজে যার মধ্যে জলপাইগুড়ি অন্যতম।
বুধবার থেকে এম বি বি এস কোর্সের প্রথম বর্ষের ক্লাস শুরু করলো কলেজ কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ প্রবীর দেব জানিয়েছেন।
আজ থেকে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের সঙ্গে মূলত পরিচয় পর্ব সারলেন বিভিন্ন বিভাগের ফ্যাকেলটিরা, আগামী যে সমস্যা গুলো সামনে আসবে সে গুলোকে কাটিয়ে উঠে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেটাই লক্ষ্য। এদিকে দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে ডাক্তারি পড়তে আসা হবু ডাক্তারদের মধ্যেও দেখা গেলো উন্মাদনা।
Home রাজ্য উত্তর বাংলা বুধবার থেকে পঠন পাঠন শুরু হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজে, ব্যাপক উদ্দীপনা পড়ুয়াদের...