নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মিজোরামে কাজে গিয়ে পাহাড় ধসে মৃত তেহট্টের তিন ও চাপড়ার এক জন। মোট নদীয়ার চার যুবকের মৃত্যু। মৃতরা হল রাকেশ বিশ্বাস, বুদ্ধদেব বিশ্বাস ও মিন্টু বিশ্বাস এবং চাপড়ার বাসিন্দা মদন দাস, বাকি সকলের
বাড়ি তেহট্ট কালিতলা পাড়ায় হাসপাতাল সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে গত সপ্তাহের মঙ্গলবার তারা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা হন। একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতেন তারা। সোমবার খাদানে নেমে কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। ধ্বস নেমে খাদানের ভিতরেই আটকে শ্রমিকেরা। জানা গিয়েছে সেখানেই ছিলেন তেহট্টের এই তিন যুবক। মঙ্গলবার তাদের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।