সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে বিভিন্ন প্যাথলজি পরীক্ষা করা হলেও আধুনিক ডিজিট্যাল যন্ত্রপাতি দিয়ে পরীক্ষার সেরকম কোনো ব্যবস্থা ছিল না।
ইউ, এস জি, ইসিজি এই সকল পরীক্ষা করতেও ব্লকের আপামর জনসাধারণ কে ছুটতে হতো বাঁকুড়া বা আসানসোল।
সেই অসুবিধা হয়তো এবার কিছুটা দুর হতে চলেছে।
শালতোড়া বি ,পি, এইচ, সি এর বিপরীতেই নানা পরীক্ষার আধুনীক যন্ত্রপাতি নিয়ে বৃহস্পতি বার উদ্বোধন হলো শালতোড়া ডায়োগোনাসটিক অ্যান্ড পলি ক্লিনিক।
এর উদ্বোধন করেন শালতোড়ার বি,এম,ও, এইচ ডা; অনীক কুমার বিশ্বাস। সঙ্গে ছিলেন অন্যান্য ডাক্তার বাবুরা এবং বিভিন্ন সন্মানীয় মানুষজন।
ডা: অনিক কুমার বিশ্বাস জানান _ শালতোড়ায় ডিজিটাল সিস্টেমে এক্স রে, বা ইসিজি পরিষেবা সেরকম ভাবে ছিলনা।
মানুষকে এই পরিষেবা পেতে দূরবর্তী স্থানে যেতে হতো, তাই শালতোড়ার এই ডায়াগো নস্টিক সেন্টারে এই সকল পরিষেবা পেলে মানুষ খুব ই উপকৃত হবে।