পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাঁকরাইল ব্লকে শুরু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাড়া বৈঠক।

0
278

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- সামনে পঞ্চায়েত নির্বাচন! তার আগে পাড়া বৈঠক করতে মাঠে নামলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজ কর্ম গুলিকে সামনে রেখে দলীয় কর্মীদের নিয়ে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী অঞ্চলের জঙ্গলকুড়চি বুথে পাড়া বৈঠকের আয়োজন করা হয়। এদিনের পাড়া বৈঠকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুলটিকরী অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি কৌশিক হাটুই, কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ আরো অনেকে। পাড়া বৈঠকের মাধ্যমে গ্রামবাসীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং গ্রামবাসীদের অভাব অভিযোগগুলি দ্রুত রূপায়ণ করার ও আশ্বাস দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সেইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই পাড়া বৈঠকের আয়োজন করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি কৌশিক হাটুই জানান। সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত বলেন সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই দলের প্রতিটি অঞ্চল থেকে বুথের নেতৃত্ব কে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি এলাকায় পাড়া বৈঠক শুরু করার। বৃহস্পতিবার কুলটিকরি অঞ্চলের জঙ্গল কুড়চি বুথে পাড়া বৈঠক শুরু হয়েছে। আগামী কয়েক দিন সাঁকরাইল ব্লকের প্রতিটি এলাকায় দলের পক্ষ থেকে পাড়া বৈঠকের আয়োজন করা হবে। ওই বৈঠকের মাধ্যমে দলের কর্মীদের সচেতন করার পাশাপাশি কিভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করতে হবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাড়া বৈঠকের মাধ্যমে জনসংযোগের কাজও করা হচ্ছে বলে তিনি জানান।