মজুত করা কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ।

0
161

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রতিদিন জেলার একাধিক থানা এলাকা থেকে কয়লা উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ। কখনও বা কারোর বাড়িতে গিয়ে কয়লা উদ্ধার করছে, আবার কখনও জাতীয় সড়কে কয়লা উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ। এবার মজুত করা কয়লা উদ্ধার করা হল। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের দাসপুর গ্রামে গতকাল রাত্রে অভিযান চালিয়ে মজুত করা ১৪ টন অবৈধ কয়লা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। কে বা কারা এই কয়লা মজুত রেখেছিল তা এখনও জানা যায়নি। তবে দুবরাজপুর থানার পুলিশ এই অবৈধ কয়লা কারবারীদের খোঁজ শুরু করেছে। উল্লেখ্য, আগেও বহু অবৈধ কয়লা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ।