জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সদর হাসপাতালের এক্স-রে মেশিন বিকল। প্রায় দশদিন ধরে এক্সরে মেশিন খারাপ হওয়ায় চরম দূর্ভোগে রোগী ও আত্মীয় পরিজনেরা।
বুধবার সকাল থেকেই এই সংবাদ সংবাদমাধ্যমে দেখানো হয়। রাতেই তড়িঘড়ি ইঞ্জিনিয়ার এসে মেশিন ঠিক করে পরিষেবা স্বাভাবিক করে। মেশিন ঠিক হতেই রোগীরা পরিষেবা শুরু করেছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে ডিজিটাল এক্স রে ইনচার্জ রতন সূত্রধর জানান, প্রতিদিন প্রায় দেড়শ রোগী এখান থেকে পরিষেবা পেয়ে থাকেন। গত 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মেশিন খারাপ থাকায় রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে বুধবার সংবাদমাধ্যমে খবর সম্প্রচার হতেই তড়িঘড়ি ইঞ্জিনিয়ার এসি মেশিন ঠিক করা পরিষেবা চালু হয়েছে।