জলপাইগুড়ি শহর সংলগ্ন কঁচুয়া বোয়ালমারিতে বাঘের আতঙ্ক, ঘটনাস্থলে বন দপ্তর।

0
238

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহর সংলগ্ন কঁচুয়া বোয়ালমারিতে বাঘের আতঙ্ক, ঘটনাস্থলে বন দপ্তর। বন্ধ কৃষিকাজ। ফাঁদ পাতলো বন দপ্তর। জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে মন্ডলঘাট অঞ্চলের এই এলাকায় বৃহস্পতিবার চিতা বাঘের উপস্থিতি টের পেয়েছে বলে দাবী করে গ্রামের মানুষ।
এই গ্রামের একদিকে তিস্তা নদীর বিস্তৃণ চড়ে আলু চাষ করেন বহু কৃষক।
চিতা বাঘের আতঙ্কে বর্তমানে চাষের কাজ বন্ধ।
শুক্রবার সকালে এলাকায় পৌঁছলে গ্রামবাসিরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যে থেকে এই গ্রামের কেউ ঘুমায় নি।
ইতিমধ্যেই একটি ছাগলের মৃত্যু হয়েছে চিতা বাঘের আক্রমণে বলেও দাবী করছেন গ্রামবাসিরা।
তবে পরিষ্কার ভাবে চিতা বাঘের দেখা না পাওয়া গেলেও গতকাল রাতে অনেকেই ডাক শুনেছেন বলে জানান খোকন সরকার।

গ্রামবাসীদের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তরের জলপাইগুড়ি বন্যপ্রাণী শাখার বিশেষ দল, ইতিমধ্যেই নদীর চড় এবং গ্রামের মাটিতে ফুটে ওঠা ছাপ পরীক্ষা করে দেখছেন।
এর পাশাপাশি গ্রামে খাঁচা পাতা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।