সুদীপ সেন, বাঁকুড়া:- গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও_ এই শিরোনাম কে সামনে রেখে পশ্চিমবঙ্গের সর্বত্র বাম গণ সংগঠন সি, আই, টি, ইউ , কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন এর পক্ষ থেকে পদযাত্রায় সামিল হচ্ছে।
সেইমতো বাঁকুড়া জেলাতেও চলছে সেই পদযাত্রা।
শুক্রবার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী অঞ্চলে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এই পদযাত্রায় বিভিন্ন দাবি উঠে আসে।
দাবি গুলি হলো_১/ অবিলম্বে বন্ধ থাকে পাথর কল,পাথর খাদান, ইট ভাটা সহ বন্ধ থাকা কল কারখানা গুলি খুলতে হবে,
২/ একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে।
এর বকেয়া মজুরি শ্রমিকদের দ্রুত দিতে হবে,
৩/ পঞ্চায়েতের দুর্নীতি বন্ধ করতে হবে।
৪/ কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে।
৫/ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে,
ইত্যাদি।
এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সি, আই, টি, ইউ এর সম্পাদক সৌমেন্দু মুখার্জী, নন্দ দুলাল বাউরি, প্রদীপ বাউরি,অভিজিৎ আচার্য্য ও অন্যান্য রা।
পদযাত্রা টি কলাকুড়ি গ্রাম থেকে শুরু হয়ে ইতুড়ী হয়ে তিলুড়ী গ্রাম প্রদক্ষিণ করে।
তারপর তিলুড়ী কাছারী বাজারে একটি সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন সি, আই, টি, ইউ বাঁকুড়া জেলা সম্পাদক সৌমেন্দু মুখার্জী।
তিনি তাঁর বক্তব্যে তৃণমূলের চুরি, দুর্নীতি নিয়ে তীব্র ভাষায় তাদের আক্রমণ করেন।
তিনি বিজেপি কেও তাঁর বক্তব্যে এক হাত নেন।