নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর নাগরিক সমাজের পক্ষ থেকে শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্মারকলিপি প্রদান করা হলো। এদিন মোট সাত দফার দাবিতে স্মারকলিপি জমা দেয় জটেশ্বর নাগরিক সমাজের সদস্যরা। তাদের দাবি গুলি যথাক্রমে দিবারাত্রি ইমার্জেন্সি পরিষেবা চালু করা, মানুষের পরিষেবার জন্য অনন্তপক্ষে পাঁচ জন ডাক্তার নিয়োগ করা, অনন্তপক্ষে পক্ষে দশ টি বেড চালু করা, প্রসূতি বিভাগ চালু করা, পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা করা সহ মোট সাত দফার দাবিতে এদিন স্মারকলিপি প্রদান করা হয়। এ প্রসঙ্গে জটেশ্বর নাগরিক সমাজের সদস্য দেবজিৎ পাল বলেন, ” আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি মানুষের সামান্য অসুস্থতার কারণে ছুটে যেতে হয় ফালাকাটা কিংবা বীরপাড়া হাসপাতালে। তাই আমরা এদিন মোট সাতটি দাবি নিয়ে জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্মারকলিপি প্রদান করলাম। ওই দাবি গুলি দ্রুত পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা বলে জানান তিনি।”
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার জটেশ্বর নাগরিক সমাজের পক্ষ থেকে শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে...