দিঘার মৎস্যজীবি জালে বিশালাকৃতির চিল শঙ্কর।

0
1097

দিঘা, নিজস্ব সংবাদদাতা:- সৈকত নগরীর দিঘার মৎস্যজীবি জালে উঠে বিশালাকৃতির চিল শঙ্কর। দৈত্যাকৃতি চিল শঙ্কর মাছ দিঘার কৈলাস বরের মা দুর্গা ট্রলারে। শনিবার সকালে মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে SSB কাঁটায় বিক্রি হয়। মাছটিকে দেখতে পর্যটক থেকে মৎস্যজীবীদের হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ মোবাইলে ক্যামেরা বন্দি করতে থাকেন। মাছটি ওজন প্রায় ৫০০ কোজি। ২০ হাজার টাকা বিক্রি হয়। কলকাতা একটি কোম্পানি মাছটি কিনে নেয়। এই মরশুমে এত বড় মাছ উঠেনি বলে মৎস্যজীবীরা জানান। স্থানীয় মৎস্যজীবি বলেন ” এই মরশুমে জাতীয় বড় মাছ ওঠেনি। কৈলাস বরের মা দুর্গা ট্রলারে মাছটিকে উঠে আসে “।