বন দপ্তরের খাঁচা মুখো হয় নি বাঘ মামা, চিতা বাঘের আতঙ্ক নিয়ে দিন কাটছে গ্রামবাসীদের।

0
139

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- শুক্রবার জলপাইগুড়ির কঁচুয়া বোয়াল মারি এলাকার তিস্তার চড় সংলগ্ন গ্রামে ছড়িয়ে পরে এই আতঙ্ক। স্থানীয়দের দাবী গ্রামে চিতা বাঘ এসেছে। শনিবার সকালে গ্রামবাসী বানু সরকার জানান, আজও আতঙ্কের মধ্যে রয়েছে পুরো গ্রাম, শুক্রবার ভোরে আমার একটি গর্ভবতী ছাগলকে মেরে ফেলেছে। 
যদিও শুক্রবার সন্ধ্যার পরেই বন দপ্তর চিতা বাঘ বন্দি করতে খাঁচা পেতেছে গ্রামে, তবে শনিবার সকাল পর্যন্ত সেই খাঁচা মুখো হয়নি বাঘ মামা। এর ফলে দ্বিতীয় দিনেও চিতা বাঘের আতঙ্ক নিয়ে সাবধানে কৃষি কাজ করছেন তিস্তা পাড়ের কৃষকেরা।