বীরভূম জেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য চিকিৎসা নিয়ে উপস্থিত স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট।

0
236

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ-স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা পৌঁছে গেছিলাম বীরভূম জেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য চিকিৎসা নিয়ে।
সহযোগিতায় ছিলেন ঘুসকিরা বাট’স সমিতি।
এখানে নব দিগন্ত সহজপাঠ পাঠশালায় 100 জন ছাত্র ছাত্রীদের কে স্কুল সামগ্রী ও দুপুর বেলায় মধ্যাহ্ন ভোজ্যের ব্যবস্থা করা হয়েছিল।
এছাড়া ছিল সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির যেখানে প্রায় 1200 মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। এবং তার মধ্যে কয়েকজনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ধারণের রক্ত পরীক্ষা, সুগার ,পেশার, থাইরয়েড,ইসিজি, পরীক্ষা করার ব্যবস্থা ছিল।
১/ ঘুসকিরা প্রাথমিক বিদ্যালয় ২/নয়নি গাঙাড‌ডা icds কেন্দ্র ৩/ রঘুনাথপুর ফুটবল মাঠ ৪/দমদমা গ্রাম সংসদ ভবনে ঝাড়খণ্ড !কলকাতা চোখ বিশেষজ্ঞ আগত ডাক্তার অনির্বান দাস,
ডাঃ মোসারফ হোসেন শিশু বিশেষজ্ঞ ,
জেনারেল ফিজিসিয়ান ডাক্তার ইমরান তাহেরী , জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভয় রানা,
দাঁতের ডাক্তার ছিলেন ডাক্তার কাসেম শেখ,
ডাক্তার মিনহাজ উদ্দিন শেখ
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ শ্রীকান্ত বধুক, ঝর্না মন্ডল, সাদ্দাম হোসেন ,রিনা বিবি সহ আরো অনেকেই।
মানুষ মানুষের জন্য।