ব্লক প্রশাসনের পক্ষ থেকে মহা সমারোহে ওয়ার্ল্ড টয়লেট ডে পালন।

0
182

সুদীপ সেন,  বাঁকুড়া:- গভীর উৎসাহ ও উদ্দীপনার সাথে সারা রাজ্য জুড়ে শনি বার ওয়ার্ল্ড টয়লেট ডে পালন করা হয়।

রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকেও দিন টি গভীর উৎসাহের সাথে পালন করা হয়।

এতে অংশ গ্রহণ করে গ্রামীণ সম্পদ কর্মীরা, স্বনির্ভর দলের সদস্যরা এবং অফিস স্টাফ গণ।
এই উপলক্ষ্যে একটি পদযাত্রা ও হয়।

এরপর মিউজিক্যাল চেয়ার, স্বচ্ছতা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে সমবেত ভাবে বাংলাকে নির্মল রাখার, যত্র তত্র খোলা জায়গায় মল ত্যাগ না করার, প্লাস্টিক ব্যবহার না করার, খাওয়ার আগে ও পরে এবং শৌচ কার্যের আগে ও পরে হাত ধোওয়ার,আবর্জনা যেখানে সেখানে না ফেলার, পানীয় জল স্বাস্থ্য সম্মত ভাবে সংগ্রহ, সংরক্ষণ এবং পরিবেশন করার শপথ নেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্ততায় প্রানবন্ত হয়ে ওঠে।

এই অনুষ্ঠানে শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকার ও ব্লকের অন্যান্য আধিকারিক ও স্টাফ রা উপস্থিত ছিলেন।