নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুরে এই প্রথম অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্রিকেট টি-টোয়েন্টি ২০২২ মৈত্রী সিরিজ। সিরিজটি পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল দিব্যং ক্রিকেট এসোসিয়েশন। সিরিজের দ্বিতীয় দিনে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হয়। তবে এই সিরিজে দুদলেরই প্রত্যেক খেলোয়াড় বিশেষভাবে সক্ষম। কেউ এক পায়ে দাঁড়িয়ে ভর করে কেউবা শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করেও আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছেন। আজ এই সিরিজ অনুষ্ঠিত হয় শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ময়দানে। সিরিজের শুরুতেই প্রত্যেক খেলোয়াড় কে সংবর্ধনা জানাতে উপস্থিত হয় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। তবে এই আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ দেখার জন্য মাঠের চারপাশে অসংখ্য খেলা প্রেমীরা উৎসাহের সাথে খেলা দেখে।