আবদুল হাই, বাঁকুড়াঃ শ্যালককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে ‘গুণধর’ ভগিনীপতিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম চিন্ময় মালিক। একই সঙ্গে ঐ ঘটনায় ‘ইন্ধন’ যোগানোর অভিযোগে অভিজিৎ দলুই নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তুলছে কোতুলপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর রাতে বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার তাজপুর গ্রামের জনৈক দিলীপ দলুইকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে হুগলির আরামবাগের বাসিন্দা, ভগিনীপতি চিন্ময় মালিকের বিরদ্ধে। ঘটনার অব্যবহিত পরেই রাতের অন্ধকারে গা ঢাকা দেয় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় আহত দিলীপ দলুইকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার পি.জি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার পর তদন্তে নামে কোতুলপূর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে নাকা বসানো হয়। তাতেও কাজ না হওয়ায় পুলিশের তরফে জোরদার তল্লাশী চালানো শুরু হয়। অবশেষে গোপন ডেরা থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। পরে গ্রেফতার হন ঐ তাজপুর গ্রামের চিন্ময় দলুই।