পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একের পর এক সমবায় নির্বাচনে দেখা গেল সিপিএম বিজেপির জোট হতে। এবার তমলুকের খারুই তা অন্য তা হলো না। নামেই খারুই গঠরা সমবায় বাঁচাও মঞ্চ। এক প্রকার বিজেপির আর সি পি এম এর জোট। আগামী ৪ ই ডিসেম্বর খারুই গটরা সমবায় সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আজ সিপিএম এবং বিজেপি নির্বাচনীয় প্রচার করেন। দীর্ঘ এই মিছিল সিপিএম এবং বিজেপি এই মিছিলে হাঁটেন। বিজেপির তরফ থেকে ছিলেন ছিলেন তমলুক সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি বামদেব গুছাইত, বিজেপি মন্ডল সভাপতি মধুসূদন সিপিএমের তরফ থেকে উপস্থিত ছিলেন সিপিএম জোনাল কমিটির সদস্য রঘুনাথ সিপিএম সদস্য সুরেন্দ্রনাথ আচার্য। যদিও তারা বলেন এটা মানুষের স্বার্থের জো এটা কোন রাজনৈতিক দলের জোঠ নয়। তৃণমূলকে হারাতে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে বিজেপি নেতা বামদেব বলেন নন্দকুমার, মহিষাদলের পরে খারুই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ছি, এটা নির্বাচনে জয় নিশ্চিত।