কাশ্মীরের মাচাল সেক্টরে টহল দেওয়ার সময় তুষার ঝড়ে মৃত শৌভিক হাজরার দেহ এল।

0
224

আবদুল হাই, বাঁকুড়াঃ- কাশ্মীরের মাচাল সেক্টরে টহল দেওয়ার সময় তুষার ঝড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন সেনা জওয়ানের। এই ঘটনায় মৃতদের মধ্যে একজন বাঁকুড়ার ওন্দার খামারবেড়িয়া গ্রামের শৌভিক হাজরা। মাত্র ২২ বছর বয়সী এই সেনা জওয়ানের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাঁকুড়ার ঐ গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, শৌভিকের যখন মাত্র পাঁচ মাস বয়স তখন তার মা দিপালী হাজরার অকালপ্রয়াণ ঘটে। তারপর থেকেই সে খামারবেড়িয়া গ্রামে মামাবাড়িতেই বড় হন। ২০১৯ সালে কলেজে পড়াকালীনই তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সম্প্রতি ছুটি কাটিয়ে তিনি ফের কাশ্মীরে কর্মক্ষেত্রে ফিরে যান বলে জানা গেছে। আর শনিবারই তার মৃত্যুর খবর গ্রামে আসে।

এখনো পর্যন্ত যা খবর, শুক্রবার কাশ্মীরের মাচাল সেক্টরে টহল দেওয়ার সময় আচমকাই তুষার ঝড় শুরু হয়। ঐ ঘটনায় নিমেষের মধ্যে বেশ কয়েক জন সেনা জওয়ান চাপা পড়ে যান। বাকিদের উদ্ধার করা সম্ভব হলেও প্রাথমিক পর্যায়ে বাঁকুড়ার শৌভিক হাজরা সহ তিন জনকে উদ্ধার করা যায়নি। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শৌভিকের মৃত্যু হয়।
রবিবার সকালে শ্রীনগর থেকে কফিনবন্দী দেহ পৌঁছায় দিল্লীতে। তারপর সেখান থেকে রাত্রিতে সৌভিক হাজরার দেহ পৌঁছায় নিজের গ্ৰামে।বীর শহীদ সৌভিক হাজরাকে একবার চোখের দেখা দেখতে রবিবার সকাল থেকেই খামারবেরিয় গ্ৰামে উপচে পড়ে মানুষের ভিড়।পূর্ণ মর্যাদা য় তাঁর দেহ শেষকৃত্য সম্পন্ন হয়।