পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান পৌরসভার পৌরপতিকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন বর্ধমান শহর জুড়ে।বেশ কয়েকদিন ধরে পাড়ার মোড় কিংবা চায়ের দোকানে চর্চার কেন্দ্রবিন্দু বর্ধমান পুরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকারকে ঘিরে।
বর্ধমান শহরে কোন এক প্রভাবশালী নেতার সঙ্গে অভিমান এবং দ্বন্দ্বে জর্জরিত বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার।
বর্ধমান পুরসভার পৌরপতি পরেশ সরকার। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান নাকি সেই নেতার কথায় চলছেন না !!!
বিভিন্ন ফাইলে সই করছেন না
!!!
তাই পরেশ সরকারকে উপড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছে সেই প্রভাবশালী নেতা।
তবে বর্ধমান পুরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকারের জবাব তিনি পৌর আইন মেনে কাজ করছেন।আমাদের ক্যামেরার সামনে বলেন এসব গুজব।তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে কোন লাভ হবে না তিনি বললেন আমি স্বচ্ছ এবং সততার সাথে কাজ করছি
অপরদিকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান হিসেবে যাদের নাম গুঞ্জনে ছড়িয়ে পড়েছে
তারা হলেন “আইনুল হক” ..”অরূপ দাস” “প্রণব চ্যাটার্জি” এবং “এস কে দাস”।
যদিও আমাদের ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি আইনুল হক।
অপরদিকে অরূপ দাস বলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না।
তিনি বলেন,দল যাকে দায়িত্ব দেবে সে তার দায়িত্ব পালন করবে।
তবে বর্ধমান পৌরসভার পৌরপতি নিয়ে জিজ্ঞাস করলে তিনিও বলেন এটা গুজব বলে উড়িয়ে দেন।
তাহলে প্রশ্ন এখানেই কোনটা সত্যি……….? নাকি ধীরে ধীরে প্রকট হচ্ছে বর্ধমান শহর রাজনীতির তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ।